আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

রেকর্ড গড়া জয়ে শ্রীলঙ্কাকে ধবলধোলাই ভারতের

রেকর্ড গড়া জয়ে শ্রীলঙ্কাকে ধবলধোলাই ভারতের

আগের ম্যাচে শেষ ৪ ওভারে ৭২ রান তুলে বোলারদের লড়ার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত লাভ হয়নি যদিও। ১৮৩ রান তাড়া করে ভারত জিতে গিয়েছিল ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই। আজ শেষ ৪ ওভারে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা নিলেন ৫৬ রান। তারপরও দলের রানটা ১৫০ হলো না। শ্রীলঙ্কার ইনিংস থেমে গেল ৫ উইকেটে ১৪৬ রানেই। ছন্দে থাকা ভারতের ব্যাটিং লাইনআপের কাছে এ রানটা তাড়া করাও কঠিন কিছু হলো না। এবার রোহিত শর্মার দল জিতল ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখে।

Adivinad qué dorsal llevo ???? pic.twitter.com/Ixq9HyECiO

— Lucía Siles ✨???????? (@7luciasiles) February 27, 2022

 

টি-টোয়েন্টিতে এটা ভারতের টানা ১২তম জয়। আন্তর্জাতিক ক্রিকেটের এ সংস্করণে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে আফগানিস্তান ও রোমানিয়ার সঙ্গে এখন ভারতেরও মালিকানা। আফগানিস্তানের সেই জয়রথ অবশ্য থেমে গেছে ২০১৯ সালেই। তবে ভারতের মতো রোমানিয়ারও সুযোগ আছে রেকর্ডটাকে আরও বাড়িয়ে নেওয়ার। টি-টোয়েন্টিতে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও (৬২ ম্যাচে ৪০ জয়) এখন ভারতের। ৭৩ ম্যাচে ৩৯ জয় নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড

 

এ ম্যাচ দিয়েই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ডে শোয়েব মালিককে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন রোহিত শর্মা (১২৫ ম্যাচ)। তবে ব্যাট হাতে এদিন খুব বেশি কিছু করতে পারেননি ভারত অধিনায়ক। তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রোহিতকে (৫) হারানো ভারতকে ২৮ বলে ৪৫ রানের জুটি গড়ে ভিতটা এনে দেন সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার। ১২ বলে ১৮ রান করে স্যামসন ফিরে যাওয়ার পর ওপাশ থেকে উইকেট পড়েছে। কিন্তু আইয়ার এক প্রান্ত সামলে রেখে রান করে গেছেন ঝড়ের গতিতেই। ২৯ বলে পেয়েছেন অর্ধশতক, শেষ পর্যন্ত দলকে জিতিয়ে যখন মাঠ ছাড়েন তাঁর রান ৪৫ বলে ৭৩। রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ১৫ বলে ২২ রান করে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)