নির্বাচনের এখনো কয়েক মাস দেরী, তাছাড়া নির্বাচন হচ্ছে কি না, এ নিয়েও রাজনীতি বিশ্লেষ্টকরা আছেন দ্বিধাদ্বন্দ্বে। চলছে নানান হিসাব নিকাষ। তবে এরমধ্যেই এক চমক লাগানো মন্তব্য করেছেন জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
আগামী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সিলেট থেকে- এমন মন্তব্য করেছেন তিনি। আর যাকে ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তার মন্তব্যটি ঘিরে এখন জাতীয়তাবাদী রাজনীতিতে রীতিমতো রীতিমতো আলোচনার ঝড় বইছে। বিশেষ করে সিলেটে।
ঘটনা রবিবারের। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। সেখানেই তার সাথে পরিচয় পর্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমায়ুন কবিরকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, তিনি এখন থেকে দেশে থাকবেন এবং সিলেট থেকে নির্বাচন করবেন।
তাঁর বক্তব্যের জবাবে গোয়েন লুইস জানান, বিষয়টি তিনি জানেন এবং কোন আসন থেকে কাকে নেওয়া হচ্ছে তাও তার জানা।
এসময় তিনি হুমায়ুন কবিরকে ইঙ্গিত করে বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেই জানেন তিনি।
এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর পদটি নিয়ে। এর আগে সিলেট বিভাগ থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বেশ কয়েকজন।
প্রবাসিত অধ্যুষিত এ অঞ্চলে পররাষ্ট্রমন্ত্রীর পদটি কেউ পেলে সাধারণ মানুষ বেশ উৎসাহিত ও সম্মানিত বোধ করেন। বিশেষ করে প্রবাসীরা।
তবে, নির্বাচনের আগে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কাছ থেকে এমন ইঙ্গিত পেয়ে সিলেট-২ আসনে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের গভীর হতাশায় নিমজ্জিত করতে পারে বলেও মনে করছেন জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনের সচেতন নেতার্মীরা।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.