নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের খুব কাছে গিয়েও বিতর্কিত আম্পায়ারিং আর হেইথার নাইটের দৃঢ়তায় স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে চেপে ধরার পরও জেতা ম্যাচটি শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় এসেছে ইংলিশ অধিনায়ক নাইটের একটি বিতর্কিত ‘নট আউট’ সিদ্ধান্ত।
গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। তখনই লেগ স্পিনার ফাহিমা খাতুনের বলে ফিরতি ক্যাচ দেন ১৩ রানে থাকা ইংলিশ অধিনায়ক নাইট। প্রাথমিকভাবে আউট মেনে নিয়ে তিনি মাঠ ছাড়তে উদ্যত হলে তৃতীয় আম্পায়ার তাকে ‘নট আউট’ ঘোষণা করেন। যা পরবর্তীতে তীব্র বিতর্কের জন্ম দেয়।
জীবন পেয়ে সেই নাইটই শেষ পর্যন্ত ১১১ বলে ৭৯ রানের অপরাজিত এক ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ফাহিমা খাতুন আক্ষেপ করে বলেন, 'সে (নাইট) আউট ছিল। অথচ আম্পায়ার তাকে আউট দেননি। ওই উইকেটটি পেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।' স্বয়ং নাইটও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বীকার করেন যে, তিনি নিজেকে আউটই মনে করেছিলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারির ৬০ এবং শেষদিকে রাবেয়া খানের ঝড়ো ৪৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ১৭৮ রানের লড়াকু পুঁজি পায়। ইংল্যান্ডের পক্ষে সোফি একলস্টোন ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। পেসার মারুফা আক্তার ও স্পিনার ফাহিমা খাতুনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফাহিমা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তবে নাইটের ওই বিতর্কিত সিদ্ধান্তের পর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড এবং জয় ছিনিয়ে নেয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.