আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

রাজনীতির মাঠে জনগণের ভালোবাসায় আমি মুগ্ধ: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

রাজনীতির মাঠে জনগণের ভালোবাসায় আমি মুগ্ধ: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

দীর্ঘ ২২ বছর (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হয়ে এই জনপদের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে দল এবং দলের বাহিরে একনিষ্ঠ ভাবে করেছি। সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে একটা লম্বা সময় মানুষের মধ্যে আমার অবস্থান হওয়ার ফলে জনগণ আমাকে চিনে আজকের জনসভা তাঁর প্রমাণ বহণ করে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। রাজনীতির মাঠে জনগণের ভালোবাসায় আমি মুগ্ধ।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিয়ানীবাজার উপজেলায় সিলেট-৬ আসনে এমপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে বিএনপির গণ মিছিল পরবর্তী পথসভায় উপরোক্ত কথা বলেছেন।

 

তিনি বলেন, ‘জীবনে আমার আর কোনো ইচ্ছা নাই, আমি শুধু বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই এলাকার সংসদীয় আসনের প্রতিনিধি হয়ে মানুষের রাস্তাঘাটের উন্নয়নে ভাগ্য বদলে দিতে কাজ করবো। নিজেদের ঘ্যাস নিশ্চিত করা, ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, ট্যাকনিক্যাল শিক্ষাসহ ব্রিজ-কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিজের সবটুকু দিয়ে মানুষের ভাগ্যের সারথি হয়ে জীবন বিলিয়ে দিতে চাই’।

 

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে দুঃশাসন, দুর্নীতি ও দমন-নিপীড়নে অতিষ্ঠ ছিল। জুলাই আগষ্টের গুণ রোষ তাদেরকে বিতাড়িত করেছিলো। জনগণ চাইলে সবকিছু করতে পারে। ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান নির্বাচিত হয়েছে বিএনপি সরকার গঠন করবে। স্বৈরাচারী ছায়া মূলোৎপাটন করতে হবে তারেক রহমানকে এবং বিএনপির পূর্বের থেকে আরো দৃঢ় উন্নয়নের সমৃদ্ধ হবে স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুৃর, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ মহসিন বাবর, অধ্যাপক আব্দুস শহিদ খান, বিএনপি নেতা আক্তার হোসেন অনিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ প্রমুখ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)