দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ার দলটির জালে বল পাঠিয়েছে ৫ বার।
শুক্রবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বড় জয়ের পথে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন এস্তেবাও ও রদ্রিগো। এছাড়া একবার জালের দেখা পান ভিনিসিয়াস জুনিয়র।
প্রথমার্ধে দুই গোলের পর বিরতির পর আরও তিনবার দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠায় ব্রাজিল।
প্রথম গোলের জন্য ১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। ব্রুনো গিমারেসের পাস থেকে দক্ষিণ কোরিয়ার জাল কাঁপান এস্তেবাও।
৪১ মিনিটে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়া রদ্রিগো।
৪৭ মিনিটে স্কোরলাইন ৩–০ করেন এস্তেবাও। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান এই ফরোয়ার্ড।
দুই মিনিটের মাথায় নিজেদের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন রদ্রিগো। ডি বক্সের ফাঁকায় সতীর্থ ভিনিসিয়াসের বাড়ানো বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রিয়াল মাদ্রিদ তারকা।
রদ্রিগোর গোলে সহায়তার পর ৭৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস। মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন এই উইঙ্গার।
পরবর্তী ম্যাচে আগামী ১৪ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের আতিথেয়তা নেবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.