ছবি: সংগৃহীত
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে ঘটেছে নজিরবিহীন বিপর্যয়। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৫১.৩০ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বিয়ানীবাজার উপজেলার তথ্য অনুযায়ী, এবার ২ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৩০২ জন।
তবে এই হতাশাজনক চিত্রের মধ্যেও আশার আলো দেখিয়েছে উপজেলার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিশেষ করে বিয়ানীবাজার সরকারি কলেজ ধারাবাহিক সাফল্য ধরে রেখে এবারও এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ।
অন্যদিকে, একই পরীক্ষার সমমানের আলিম পরীক্ষায় চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিয়ানীবাজার উপজেলার মাদ্রাসাগুলো এবারের ফলাফলে অর্জন করেছে প্রশংসনীয় সাফল্য। উপজেলার অধিকাংশ মাদ্রাসার পাসের হার ৮৫ শতাংশের ওপরে।
এবারের আলিম পরীক্ষায় ১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২১ জন এবং ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে উপজেলায় আলিম পরীক্ষার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯২.০৮ শতাংশ। এর মধ্যে রহমতাবাদ দাখিল সুন্নাহ আলিম মাদ্রাসা শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে।
শিক্ষাবিদদের মতে, সাধারণ শিক্ষার এইচএসসি পরীক্ষায় যেখানে সিলেট বোর্ডে হতাশা দেখা গেছে, সেখানে আলিম মাদ্রাসাগুলোর এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে—পরিশ্রম, নিয়মিত পাঠদান এবং শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা এখনও সাফল্যের মূল চাবিকাঠি।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.