বিয়ানীবাজার উপজেলার শেওলা, চারখাই ও লাউতা ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার মোট তিনটি মামলায় ৭৫,০৫০ টাকা অর্থদন্ড এবং একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না, এবং উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
ইউএনও গোলাম মুস্তফা মুন্না বলেন, এই ধরনের পদক্ষেপ সমাজে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং সাধারণ জনগণকে সচেতন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.