আজ মঙ্গলবার | ০৯ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
বিশ্বনাথে রাস্তা নিয়ে পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫ যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩১ বাংলাদেশি সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা বিয়ানীবাজারের সারপার বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন না, দেশে হবে চিকিৎসা বিয়ানীবাজারে নতুন ইউএনও এর দায়িত্ব গ্রহণ, বিদায়ী ইউএনও আবেগঘন বিদায় রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ

বড়লেখা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

বড়লেখা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার এক মানবিক ও সময়োপযোগী উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে শিক্ষার্থী মহলে।

বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন অনুষ্ঠানে অতিথি ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের এমপি পদপ্রার্থী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধান দাস, শফিউল ইসলাম, সনজিৎ কান্তি দেব, জসিম উদ্দিন, রেজাউল ইসলাম মিন্টু ও সাব্বির আহমদ।

ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, কলেজ সভাপতি সাব্বির আহমদ, শহর শাখার প্রচার সম্পাদক জাকির হোসাইন, কলেজ সেক্রেটারি আব্দুল আহাদ ইমরান, সদর ইউনিয়ন সেক্রেটারি ইফতেহাম মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ—রুবেল আহমদ, আশরাফ মাহমুদ রাহি, আবু বক্কর, জাহিদ আহমদ, দেলোয়ার হোসাইন রাহিব, আরফাত আহমদ, মারুফ আহমদ, মাহফুজ আহমদ, নাহিদ আহমদ, তায়েফ আহমদ, নাইমুল ইসলাম ও সাইফুর রহমান।

বিশুদ্ধ পানির এই ফিল্টার স্থাপনের ফলে কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষক উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)