আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে প্রবাসী অধ্যুষিত পশ্চিম গোটারগ্রাম এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক সাড়ে ৩টার দিকে, প্রবাসীদের বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এই নিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে একই গ্রামে দ্বিতীয় ডাকাতির ঘটনা ঘটেছে।

পশ্চিম গোটারগ্রামের বাসিন্দা মছলুল হক, যার তিন ছেলে দুবাই ও সিঙ্গাপুরে কর্মরত, তার বাড়িতেই এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক মছলুল হক জানান, রাত সাড়ে ৩টার দিকে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার এক ছেলেকে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং দুটি উন্নতমানের মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

 ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতির সময় মছলুল হক কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান। পুলিশ দ্রুত ডাকাতদের পালানোর পথ অনুসরণ করে একই গ্রামের এবাদুর রহমানের ছেলে ফয়সল আহমদ (৩৭) কে আটক করে। আটককালে ফয়সলের শরীর কাদামাখা ছিল এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে। বর্তমানে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এই ঘটনার দু'দিন আগে গোটারগ্রামের সাবেক ইউপি সদস্য মৃত তাহির আলীর বাড়িতেও একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়েছে। পরপর দুটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)