আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

পুরস্কৃত হলেন সিলেট ফায়ার সার্ভিসের ১০ সদস্য

পুরস্কৃত হলেন সিলেট ফায়ার সার্ভিসের ১০ সদস্য

ছবি: সংগৃহীত


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশনাল কাজে দক্ষতা প্রদর্শনের জন্য পুরষ্কার পেলেন সিলেট বিভাগের ১০ জন কর্মকর্তা ও কর্মচারী। গত সোমবার (২৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে তাদের পুরষ্কার দেওয়া হয়।

অপারেশনাল কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনে পুরষ্কার প্রাপ্তরা হলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট বিভাগের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সিলেট-২ যীশু তালুকদার, ছাতক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জালাল আহমেদ,সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুল আহাদ, সিলেট ফায়ার স্টেশনের লিডার প্রীতিশ কুমার দাস,ফায়ারফাইটার মো: রমজান খান, মৌলভীবাজার ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মনিরুল ইসলাম, সিলেটের দক্ষিণ ফায়ার স্টেশনের ফায়ারফাইটার তুহিন আহমেদ, কুলাউড়া ফায়ার স্টেশনের গাড়ী চালক আব্দুল খালেক, সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের গাড়ী চালক মো: ওসমান মিয়া, উপ-পরিচালকের দপ্তরের আবু সায়েম।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে।

অনুষ্ঠানে পরিচালকরাসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তার সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরেন। অপারেশন কাজের মাধ্যমে দেশের মানুষের প্রশংসা অর্জন করায় বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

শুষ্ক মৌসুমে আগুনের সংখ্যা বৃদ্ধি যাতে হ্রাস করা যায় এজন্য সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের ডিজি। সব কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সার্ভিসের চলমান সচেতনামূলক কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।

মিয়ানমারে ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ১০ সদস্যকে মিয়ানমার সরকারের দেওয়া স্মারক পদক হস্তান্তর করেন। এরপর বিভাগ ভিত্তিক ও কেন্দ্রীয়ভাবে ফায়ার সার্ভিসের বিভিন্ন পেশাগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন তাদেরকে মহাপরিচালকের পক্ষ থেকে প্রশংসাসূচক পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

বাহিনীর কর্মীদের পেশাগত কাজে আরও দক্ষ ও আন্তরিক হতে উৎসাহ প্রদানের জন্য এবারই প্রথম ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে পুরস্কারের আয়োজন করা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)