ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এনামুল হক ওরফে সাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে কাদিরপুর (বড়পাথার) এলাকা থেকে আটক করা হয়। তিনি একই এলাকার আব্দুল করিমের পুত্র এবং দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এনামুল হক সহ আরও তিনজনকে আটক করা হয়েছে।
ওসি জানান, গ্রেফতারদের মধ্যে একজন গণধর্ষণ মামলার এজহারভুক্ত আসামি, একজন মাদক আইনের মামলার আসামি এবং আরেকজন জিআর ওয়ারেন্টভুক্ত ছিলেন। অভিযুক্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরাধ দমনে জকিগঞ্জ থানা পুলিশের টহল ও তৎপরতা অব্যাহত থাকবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.