হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) বাদ যোহর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর সেবা করার সুযোগ প্রদান করায়।’
তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান এবং বিএনপির প্রতিক ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। বিএনপি অতীতে দেশের সামগ্রিক উন্নয়ন ভূমিকা রেখে এসেছে আগামীতেও আমাদের কাজ করার সুযোগ দিতে হবে।’
এ সময় তিনি মরহুম এম সাইফুর রহমানসহ প্রয়াত সকল নেতার উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করেন এবং এম ইলিয়াস আলীর কথা স্মরণ করে সিলেটের উন্নয়নে তাদের অসাধারণ ভূমিকার স্মৃতিচারণ করেন।
এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া বিয়ানীবাজারের কৃতি সন্তান শহীদ সাংবাদিক এটিএম তুরাব ও গোলাপগঞ্জে ৭জন শহীদসহ দেশব্যাপী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আগামীদিনের পথচলায় সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.