আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, হাসান মুরাদের অভিষেক

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, হাসান মুরাদের অভিষেক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। গত জুনে কলম্বো টেস্টে নেতৃত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়কত্বে ফিরেছেন এই সিরিজে। সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও হালকা শীতের মধ্যে দুই দল দুই ঘণ্টা আগেই মাঠে নেমে ওয়ার্মআপ সম্পন্ন করে।

 

বাংলাদেশ দলে আজ দুই পেসার ও তিন স্পিনারকে রাখা হয়েছে। অভিষিক্ত হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। হাসান এর আগে জাতীয় দলে কেবল টি–টোয়েন্টি খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমার—৩৯ ম্যাচে ১৬৫ উইকেট নেওয়া এই তরুণ ছিলেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও।

 

অন্যদিকে, এই ম্যাচ দিয়ে টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে গণিত শিক্ষক স্যাম নাগাইস্কির।

সিলেট টেস্টে বাংলাদেশ আগের মতোই স্পিননির্ভর দল সাজিয়েছে। এই দুই দলের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ। প্রথম সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল।

 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও ক্রেগ ইয়ং।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)