আজ মঙ্গলবার | ০৯ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত হোসেন এখনো প/লা//ত/ক এ মাসেই আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’, সিলেটে তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে বিশ্বনাথে রাস্তা নিয়ে পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫ যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩১ বাংলাদেশি সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা বিয়ানীবাজারের সারপার বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন না, দেশে হবে চিকিৎসা বিয়ানীবাজারে নতুন ইউএনও এর দায়িত্ব গ্রহণ, বিদায়ী ইউএনও আবেগঘন বিদায় রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১

জৈন্তাপুরে ফুটবল খেলায় স্কুলছাত্রের মৃত্যু

জৈন্তাপুরে ফুটবল খেলায় স্কুলছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলার সময় অসাবধানতাবশত গাছের সাথে মুখমণ্ডলে আঘাত পেয়ে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

 
 

নিহতের নাম ইমন আহমেদ (১৬)। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের ওয়ার্ডের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ছিল।

 

আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে স্থানীয় মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ইমন খেলায় অংশ নেন। খেলাকালীন সময়ে অসাবধানতাবশত মাঠের নিকটে থাকা একটি গাছের কাটা অংশের সাথে তার মুখমণ্ডল ও মাথার স্পর্শকাতর অংশে আঘাত লাগে।

 

প্রাথমিকভাবে ইমন স্বাভাবিক অবস্থায় ছিলেন। খেলার বিরতির সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কান থেকে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা তাকে চতুল বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টায় ইমন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

ইমনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো উপজেলায় নেমে আসে শোকের ছায়া। সহপাঠী, ক্রীড়ামোদী ও স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানান।

 

শোকাহত পরিবারের সাথে দেখা করতে শুক্রবার(১৪ নভেম্বর) বিকেলে উপস্থিত হন সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

 

নিহত ইমনের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়ে তাকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)