সিলেটের জৈন্তাপুরে গেইটলক বাসে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানায়, রবিবার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিত্বে সকাল সাড়ে ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কে কাটাগং হাইওয়ে থানার সম্মুখে হাইওয়ে পুলিশ চেকপোষ্ট পরিচালনা করে। এসময় জাফলং হতে ছেড়ে আসা সিলেটগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোষ্টে থামানো হলে একজান যাত্রীবেশি মাদক ব্যবসায়ী জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হাইওয়ে থানা পুলিশের সদস্যরা তাৎক্ষনিক ভাবে থাকে আটক করে।
পরে গোইটলক বাস গাড়ীটি তল্লাসী চালিয়ে একটি শপিং ব্যাগ উদ্ধার করে ব্যাগের মধ্য হতে রয়েল স্টেজ ৪ বোতল ও এসি ব্লাক ২বোতল সহ মোট ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে মদ গুলো তিনি বহন করছে। হাইওয়ে পুলিশের হাতে আটককৃত ব্যক্তি হল- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের নিপেশ ব্যানার্জীর ছেলে অপু ব্যানার্জী (২৪)।
জৈন্তাপুরে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে চোকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা কলে ৬ বোতল ভারতীয় মদ সহ মাদক ১জন ব্যবসায়ীকে আটক করা হয়। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে । সিলেট-তামাবিল মহাসড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপশি হাইওয়ে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযান অভ্যাহত আছে। এছাড়া তিনি সচেতন মহেলে নিকট প্রত্যাশা মাদক নিমূলে জৈন্তাপুর হাইওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান করেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.