আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

বিদেশে ঐক্যই হোক মন্ত্র

বিদেশে ঐক্যই হোক মন্ত্র

বাঙালি ঐক্যবদ্ধ হতে না পারলে ভাষা আন্দোলন যেমন মহিরুহ রূপ পেত না, একাত্তরে তেমনি বাংলাদেশ নামক প্রাণের ভূখণ্ড স্বাধীন হতো না। বাংলাদেশিরা ঐক্যবদ্ধ বলেই আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারছি। শুধু আমরা কেন, যেকোনো জাতির জীবনে ঐক্যের গুরুত্ব যে অপরিসীম-সেটা বলার অপেক্ষা রাখে না। জাতি হিসেবে বিদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে হলেও ঐক্যের বিকল্প নেই।

জীবন-জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি অভিবাসী হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এখন প্রচুর অভিবাসী বাংলাদেশি রয়েছেন। এ দেশের নাগরিক হলেও স্বদেশি বা প্রিয় মাতৃভূমিকে ভুলে যাননি তাঁরা। এই চেতনাকে ধারণ করে আমেরিকায় বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন। তারই একটি সংগঠন হলো চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (চট্টগ্রাম সমিতি)।

 

বিশাল একটি দেশ যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতি বাঙালিদের ছোট্ট একটি সংগঠন। অথচ কেবল অনৈক্যের কারণে ছোট্ট এই সংগঠনটি এখন ভেঙে যাওয়ার পথে। সমিতির এক ভবনের দখল নিতে চায় দুই পক্ষ। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুই পক্ষই আলাদাভাবে গঠন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন-তারিখও ইতিমধ্যে চূড়ান্ত করেছে তারা। নির্বাচিত হওয়ার পর ভবনের অফিসে কে বসবেন, আর কে বসবেন না—তা নিয়ে চলছে আলোচনা।

আমরা জানি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের লড়াইটা আর প্রথম স্তরে নেই। সেখানে এখন বাংলাদেশিদের তৃতীয় প্রজন্ম বেড়ে উঠছে। তারপরও শুধু অনৈক্যের কারণে বিদেশ বিভুঁইয়ে অপরিচিত পরিবেশে রাজনৈতিক দিক থেকে তেমন অগ্রগতি হয়নি। নিউইয়র্ক নগরের বাংলাদেশি কমিউনিটির মূল সংকট দ্বিধা-বিভক্তি। আর এর ফল কখনো ইতিবাচক হয়নি বলে প্রমাণ রয়েছে অনেক।

দ্বিধা বিভক্ত চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের দুই পক্ষের নির্বাচনী প্রস্তুতি চলছে পুরোদমে। দুই পক্ষের সমর্থকদের প্রচার-প্রচারণা ও শক্তির মহড়ায় ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড ও কুইন্সের জ্যাকসন হাইটস এলাকা সরগরম। দুপক্ষই দুটি নির্বাচন কমিশনের আওতায় নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এক পক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে, আরেক পক্ষের হবে ৩০ মে।

শুধু আমরা নই, আসলে এমন পরিস্থিতি কেউ-ই প্রত্যাশা করে না। নিজেদের মধ্যে দলাদলি, আর এ কারণে তিল তিল করে গড়া সংগঠনের ভাঙন কোনোভাবেই কাম্য নয়। তাই সব বিভেদ ভুলে এক হতে হবে। বিষয়টি এখনই গুরুত্বের সঙ্গে সব পক্ষকেই ভাবতে হবে। সব পক্ষকে এক হয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে সামনের দিকে। আলোকিত করতে হবে বাংলাদেশের নাম। তা না হলে বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশিদের পুরোনো সাফল্যও ম্লান হয়ে যাবে। আর এই ঐক্যের শক্তি হয়তো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিসহ নানা ক্ষেত্রে আমাদের অনেক দূর নিয়ে যাবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)