ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে পূর্ব-বিরোধের জেরে গ্রামের একটি ঢালাই করা রাস্তার ঢালাই অংশ ভাঙা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৩৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং বাকিদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাইদ আলী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
এঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। গ্রামবাসীর অভিযোগ, প্রবাসী সাইদ আলী ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ঢালাই রাস্তা ভাঙা শুরু করেন। আর প্রবাসী সাইদ আলীর অভিযোগ, বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ একটি ট্রাক্টর ও একটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়ে গরু-বাছুর ছিনিয়ে নিয়ে গেছেন তার প্রতিপক্ষরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বল্লবপুর গ্রামের পুরনো একটি রাস্তা নিয়ে লন্ডন প্রবাসী সাইদ আলী ও গ্রামবাসীর পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। গ্রামের জনবহুল রাস্তাটি প্রবাসী সাইদ আলীর বাড়ির পাশ দিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি পাকা করতে দিচ্ছেন না। গত ৪/৫দিন আগে গ্রামের প্রবাসীদের অর্থায়নে কৌশলে গ্রামের এক তৃতীয়াংশ লোকজন প্রায় ১০০ফুট রাস্তা আরসিসি ঢালাই করেন। এরপর ওই ঢালই করা রাস্তা ভাঙার চেষ্টা করলে গ্রামবাসীর বাধায় তা পারেননি প্রবাসী সাইদ আলী। যে কারণে গতকাল সোমবার সকাল ১০টারদিকে লোক ভাড়া করে ওই রাস্তা ভাঙা শুরু করেন তিনি। ঠিক ওই সময় গ্রামের মুরবাবী হুসিয়ার আলীসহ বেশ কয়েকজন বাধা দেন।
এনিয়ে প্রবাসী সাইদ আলী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। আর ওই সংঘর্ষে গ্রামের পক্ষে ২৩জনসহ উভয় পক্ষে অন্তত ৩৫জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে, সংঘর্ষে গ্রামবাসীর পক্ষে আহতদের নাম পাওয়া গেলেও প্রবাসী পক্ষে আহতদের নাম পাওয়া যায়নি।
গ্রামের পক্ষে আহতরা হলেন, হুসিয়ার আলী (৫৫), ছনফর আলী (৩৫), আলালা মিয়া (৩০), কামাল আহমদ (২৭), নজির মিয়া, (৪৫), আব্দুল হান্নান (৬৫), ফারুক আহমদ (৪০), হুমায়ুন আহমদ (২২), মাজহারুল ইসলাম (২০), জুবেক আলী (২০), শরিফ উদ্দিন (১৮), দিলাল মিয়া (৩৭), রাহি মিয়া, (২০), রবিউল ইসলাম (৩০), সাহেব আলী (২৫), ঝুনুর মিয়া (২৫), মুহিনুর রহমান (২৭), ফারুক মিয়া (১৮), কবির মিয়া (৩৫), সোয়া আলম (৩৫), মাজহারুল (১৮), নোমান আহমদ (১৮) ও আছকর আলী (৩৫)।
গ্রামের ইউপি সদস্য নুর আলী জানান, সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লন্ডন প্রবাসী সাইদ আলী ভাড়াটিয়া লোকজন দিয়ে রাস্তা ভাঙার কাজ শুরু করলে গ্রামের লোকজন এতে বাধা দেন। তারপর দুইপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত দিলাল মিয়া জানান, প্রায় ৩৫ বছরের পুরতন জনবহুল একটি রাস্তার কিছু অংশ সম্প্রতি প্রবাসীদের অর্থায়নে আরসিসি ঢালাই করা হয়। আর ওই ঢালাই করা রাস্তা ভাড়াটিয়া লোক নিয়ে ভাঙার কাজ শুরু করেন লন্ডন প্রবাসী সাইদ আলী। এসময় গ্রামবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তার দাবি সংঘর্ষের সময় প্রবাসী পক্ষের লোকজন কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।
নিজ পক্ষের আহতদের নাম প্রকাশ না করে প্রবাসী সাইদ আলী বলেন, তার জায়গার উপর দিয়ে যাওয়া রাস্তাটি তাকে না জানিয়েই প্রতিপক্ষের লোকজন আরসিসি ঢালাই (পাকা) করেছেন। তাই তিনি ওই পাকা অংশ ভাঙতে গেলে গ্রামের লোকজন তার উপর হামলা করেন। এতে তার পক্ষের কয়েকজন আহত হন। এসময় তারা তার বাড়িতে হামলা করে বসত ঘর-ভাংচুর, একটি হালচাষের ট্রাক্টর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং গরু-বাছুর ছিনিয়ে নিয়ে যায়।
মারামরির ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, কোন পক্ষই এখনও কোনপ্রকার লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.