আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

জগন্নাথপুরে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল-সভা

জগন্নাথপুরে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল-সভা

ছবি: সিলেটের ছাত্রলীগ কমিটি


বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতকে সভাপতি ও তাহা আহমেদকে সাধারণ সম্পাদক ও কল্যান কান্তি দেকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়।  

জেলা ছাত্রলীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে মঙ্গলবার রাতে তাঁর  ফেসবুক আইডিতে আংশিক এ কমিটি ঘোষণা করেন। 

বুধবার নতুন কমিটি জেলা ছাত্রলীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে অভিনন্দন জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল করে। পরে এক পথসভা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিততের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি  হাবিবুর রহমান জুয়েল, ওবাইদুল হক জাবেদ, মিটন দেব, সাইদুর রহমান, রাজ শেখর বৈদ্য, ফয়জুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, বদরুল ইসলাম রনি,বাহার আহমেদ, মিজু সুলতান শাখিল, মারজান ভূঁইয়া, জাহিদ আহমেদ জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমেদ, সৈয়দ সমসাদ আহমেদ, নিজাম উদ্দিন, জুয়েল হোসেন, ফারজান রাজা, রুবেল হোসেন প্রমুখ।

পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক সভা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এম মোতাহির আলী,  পৌর ছাত্রলীগ নেতা রাজিব চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)