আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

গত ১৬ বছর বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী উন্নয়ন বঞ্চিত বিয়ানীবাজারে আবুল কাহের চৌধুরী

গত ১৬ বছর বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী উন্নয়ন বঞ্চিত বিয়ানীবাজারে আবুল কাহের চৌধুরী

৩১ দফা দাবির প্রতি জনমত গঠনের লক্ষ‍্যে বিয়ানীবাজারে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে গণমিছিল করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‍্য সিলেট-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত‍্যাশী আবুল কাহের চৌধুরী শামীম।

রবিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া গণ মিছিল দক্ষিণ বাজারের মোকাম সংলগ্ন এলাকায় জনসভায় মিলিত হয়। আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে মিছিলটি জনসভায় আসলে জনসমুদ্রে রূপ নেয়।

 

গণ মিছিলে বিয়ানীবাজার উপজেলা সকল ইউনিয়ন ও পৌর এলাকার সকল ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মীরা ৩১ দফার পক্ষে ব্যানার,ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে মিছিলে অংশ নেয়।

গণ মিছিল পরবর্তী পথসভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব‍্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন জীবনে কখনো স্বেরাচারের কাছে, অন‍্যায়ের কাছে আপোষ করিনী, রাজপথে থেকে প্রতিবাদ করেছি।

গত ১৬ বছর বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী উন্নয়ন বঞ্চিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, রাস্তা ঘাটের অবস্থা দেখলে বুঝাযায় কি ধরনের উন্নয়ন হয়েছে।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ‍্যে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব‍্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট জুবায়ের খান, ডা: আব্দুল গফুর, হাসান ইমাদ, সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, হারুনুর রশিদ, সৈয়দ মুয়াজ্জেম হোসেন, ফয়সল উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সহ সভাপতি আলফাস উদ্দিন, কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা বিএনপি নেতা অলিউর রহমান নাসের, নাজিম উদ্দীন, জালাল উদ্দিন, সায়েক চৌধুরী, নুরুল কিবরিয়া, জাকারিয়া আহমদ, আব্দুল মুকিত, শামীম আহমদ, শিপলু আহমদ, আব্দুস শুকুর, আব্দুল মান্নান, পৌর শ্রমিকদল নেতা আকিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাবর আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, মিজাউর রহমান শামু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল সহ-সভাপতি শাহেদ আহমদ আবির, সাংগঠনিক সম্পাদক আবিদ রেজা।

সভায় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমেদ মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাযক দেলোয়ার হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রদল সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ প্রমুখ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)