আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার, লন্ডনে থেরাপি চলছে

ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার, লন্ডনে থেরাপি চলছে

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। জানা যায়, ছয় মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তার চিকিৎসা চলছে। 

শনিবার ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। 

তিনি বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে, তবে পুরোটা সরালে জীবনহানির আশঙ্কা ও প্যারালাইসিসের ঝুঁকি ছিল বলে চিকিৎসকরা জানান।’

তিনি আরও জানান, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। শুক্রবার থেকে শুরু হয়েছে ‘টার্গেট থেরাপি’। সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন ইলিয়াস কাঞ্চন।

দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন এই জনপ্রিয় অভিনেতা। আরিফুল ইসলাম বলেন, ‘আব্বু কর্মব্যস্ত মানুষ। এখন ঘরবন্দী থাকায় মনও কিছুটা ভেঙে গেছে। থেরাপির কারণে শরীর ক্লান্ত হয়ে পড়েছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। ফোনে কথা বলা নিষেধ। তবুও তিনি নিসচার বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।’

ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে সম্প্রতি তার মেয়ের বাসায় গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। নিয়মিত খবর নিচ্ছেন চিত্রনায়িকা সোনিয়াও।

আরিফুল ইসলাম সবাইকে অনুরোধ করে বলেন, ‘চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই আব্বুর ফোন প্রায় বন্ধ থাকে, তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)