আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু পরিবর্তন

শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু পরিবর্তন

যুক্তরাষ্ট্রেরে শিকাগোতে বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। লিওনেল স্কালোনির দল এখন মায়ামিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে। ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এবং ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। 

কিন্তু শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল, যার বরাত দিয়ে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেখানে হেলিকপ্টার ব্যবহার করে হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, এমনকি সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। 

এই পরিস্থিতিতে আর্জেন্টিনা–পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে মায়ামিতেই নিয়ে আসা হচ্ছে। এই ম্যাচের সম্ভাব্য নতুন ভেন্যু হতে পারে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম, যার ফলে লিওনেল মেসির চেনা মাঠেই হয়তো বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নামবে।

যদিও লিওনেল মেসি শেষ পর্যন্ত এই দুটি ম্যাচের একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন কোচের প্রধান লক্ষ্য এখন খেলোয়াড়দের সম্ভাব্য চোটের ঝুঁকি এড়ানো এবং তরুণদের বাজিয়ে দেখা। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, 'আমরা ওর (মেসি) সঙ্গে এবং অন্য সবার সঙ্গেও কথা বলব। কাউকে নিয়েই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। যার সামান্য চোটও আছে, যেমন হুয়েভো (মারকোস আকুনিয়া) তাদের নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। তবে যারা পুরোপুরি ফিট, তারা অবশ্যই খেলবে।' 

এ মুহূর্তে স্কালোনির পরিকল্পনা হলো মূলত এমন খেলোয়াড়দের পরীক্ষা করা, যারা সাধারণত জাতীয় দলে খুব বেশি সুযোগ পান না, পাশাপাশি প্রথমবারের মতো যারা দলে ডাক পেয়েছেন, তাদের সামর্থ্যও হয়তো যাচাই করতে চাইবেন এই বিশ্বকাপজয়ী কোচ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)