আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এই আবুধাবি থেকেই আফগানিস্তানকে হারিয়ে দুবাই গিয়েছিলেন তারা সুপার ফোর খেলতে। সেখান থেকে শারজাহ হয়ে ফের আবুধাবিতে বাংলাদেশ দল। সেই চেনা স্টেডিয়ামের চেনা প্রতিপক্ষ আফগানিস্তান। তবে মাঝের তিন সপ্তাহে অনেক কিছুই বদলে গেছে। যে আফগানদের নিয়ে অজানা একটা আতঙ্ক কাজ করত, সেটা আর নেই এখন। টানা চারটি টি২০ ম্যাচে রশিদ খানদের হারিয়েছেন জাকেররা। 

এই সময়ের মধ্যেই সাইফ হাসানকে নতুন করে পেয়েছে তাঁর দল। যাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল টেষ্ট দিয়ে, এখন তিনি টি২০ দলের সবচেয়ে বড় আস্থার নাম। তাঁরই কিনা অভিষেক হতে যাচ্ছে আজ ওডিআইতে। 

তিলকোটের এই ফরম্যাটেও সাইফের টি২০ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার আশা টিম ম্যানেজমেন্টের। একটি জায়গায় কিছুটা চ্যালেঞ্জ থাকছেই বাংলাদেশ দলের। প্রায় তিন মাস পর ওডিআই খেলতে নামছেন মেহেদী হাসান মিরাজরা। অবশ্য আফগানদের অবস্থা বাংলাদেশের চেয়েও করুণ। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওডিআই খেলেছিলেন রশিদ খানরা। আট মাস পর ফের এই ফরম্যাটে নামছেন তারা। 

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবকটিই হবে আবুধাবিতে। তাই এখানকার কন্ডিশন এবং পিচের সঙ্গে নতুন করে মানিয়ে নেওয়ার কিছু নেই সাইফদের। প্রায় এক মাস ধরে এই কন্ডিশনেই রয়েছেন তারা। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলামদের জন্য মানিয়ে নেওয়ার ব্যাপারটি থাকছেই। ২০২৭ বিশ্বকাপ মাথায় রেখে দুই দলই তাদের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে। 

এশিয়া কাপ টি২০তে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করায় বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নায়েব ও মোহাম্মদ নুর। তাদের বোলিং আক্রমণ রশিদ খান আর মোহাম্মদ নবির স্পিননির্ভরই থাকছে। তাদের সঙ্গে থাকতে পারেন নবাগত পেসার বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাই। যাদের কিনা টি২০ সিরিজেই অভিষেক করানো হয়েছে। 

লিটন দাস না থাকায় মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন আর নুরুল হাসান সোহানদের নিয়ে কম্বিনেশন করানো হবে। সেখানে এই চারজনের একজন বাদ পড়তে পারেন এবং সেটা যদি টি২০ অধিনায়ক জাকের আলীও হন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আজকের ম্যাচের মূল আকর্ষণ অবশ্যই সাইফ হাসান। তানজিদ তামিমের সঙ্গে তাঁকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে। এবং সেখানেও তিনি টি২০-এর ছক্কা মেজাজ ধরে রাখবেন কিনা, তা দেখার অপেক্ষায় সমর্থকরা। যদিও টি২০-এর চেয়ে তাঁকে ওয়ানডের জন্যই নির্বাচকরা ভেবে রেখেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখতে চাইবেন সাইফ। 

চার বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে শূন্যতে আউট হয়েছিলেন। ২০২১ সালে পাকিস্তানের সঙ্গে টি২০ অভিষেকও ভুলে যাওয়ার মতো ছিল তাঁর। মিরপুরে ৮ বল খেলে মাত্র ১ রান করেছিলেন। এবার ওডিআই অভিষেক রাঙাতে চাইবেন তিনি। ১৪৫টি লিস্ট-এ ম্যাচ খেলার পর এই ফরম্যাটে আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো নামতে যাচ্ছেন।

তিন ম্যাচের টি২০ সিরিজের মতো ওয়ানডেতেও আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। যদিও দুই দলের চারটি দ্বিপক্ষীয় সিরিজ এখন পর্যন্ত ২-২-এ সমতায় আছে। সব মিলিয়ে দুই দলের মুখোমুখিতে এগিয়েই আছে বাংলাদেশ। ওডিআইতে বাংলাদেশ যেখানে ১১ বার জিতেছে, সেখানে আফগানরা জিতেছে আটবার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধি.), শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধি.), ডারউশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়েলিয়া খারোত ও বশির আহমাদ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)