আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

ফুটবলকে বিদায় জানালেন জর্দি আলবা, আবেগঘন বার্তায় কাঁদলেন মেসি-সুয়ারেজ

ফুটবলকে বিদায় জানালেন জর্দি আলবা, আবেগঘন বার্তায় কাঁদলেন মেসি-সুয়ারেজ

স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার মাধ্যমে ৩৬ বছর বয়সী এই তারকা জানান, 'সত্যিই জীবনের অর্থবহ এক অধ্যায় শেষ করার সময় এসেছে। মৌসুম শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।' 

আলবার এই অবসরের ঘোষণায় আবেগঘন পোস্ট দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজসহ অন্যান্য তারকা ফুটবলাররা। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় মেসি ও আলবা পাঁচটি করে লা লিগা ও কোপা দেল রে এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন।


আলবার বিদায়বার্তায় মন্তব্যের ঘরে লিওনেল মেসি নস্টালজিয়ায় ভেসে লিখেছেন, 'ধন্যবাদ জর্দি। অনেক মিস করব তোমাকে। এত বছর একসঙ্গে খেলেছি। এখন বাঁ দিকে তাকালে তোমাকে না পেলে বেশ অদ্ভুত লাগবে। কত গোলে আমাকে তুমি অ্যাসিস্ট করেছ। কে এখন পাস দেবে আমাকে?' 

অন্যদিকে, বার্সার সাবেক ফুটবলারদের বর্তমান মিলনমেলা ইন্টার মায়ামিতে মেসি-আলবা-বুসকেতসদের সঙ্গে ২০২৪ সাল থেকে খেলা লুইস সুয়ারেজ মন্তব্য করেছেন, 'কী আর বলব। দারুণ একজন মানুষ তুমি। পরবর্তী সময়টা উপভোগ করো।'

আলবা তার ভিডিও বার্তায় জানান, তার কাছে মনে হয়েছে 'নতুন এক অধ্যায় শুরু করার এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সঠিক মুহূর্ত এটাই।' ২০২৩ সালেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই ডিফেন্ডার ইন্টার মায়ামিতে খেলে অনেক খুশি এবং দলের সাফল্যের অংশ হতে পেরে সত্যিই অনেক কৃতজ্ঞ। তিনি এই মৌসুমটি যতটা সম্ভব ভালোভাবে শেষ করার লক্ষ্য নিয়েছেন। 

২০২৩ সালে পিএসজি ছেড়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর সেই বছরই আলবাও মায়ামিতে পাড়ি জমান। এই দুই তারকা মায়ামির জার্সিতে ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড জিতেছেন। ইন্টার মায়ামির হয়ে আলবা সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন, যেখানে ১৪ গোলের পাশাপাশি ২৮টি গোলে অ্যাসিস্ট করেছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে তাদের আরেক সাবেক সতীর্থ সার্জিও বুসকেতসও এবারের মেজর লিগ সকার (এমএলএস) শেষে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)