আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

বিয়ানীবাজারে শিক্ষকদের মর্যাদা ও বেতন দাবিতে মানববন্ধন, সহকর্মীকে পুলিশের লাঠিচার্জের নিন্দা

বিয়ানীবাজারে শিক্ষকদের মর্যাদা ও বেতন দাবিতে মানববন্ধন, সহকর্মীকে পুলিশের লাঠিচার্জের নিন্দা

বিয়ানীবাজারে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, বেতন ও সুযোগ-সুবিধা উন্নয়নসহ তিন দফা দাবিতে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

সকাল থেকেই বিয়ানীবাজার বালিকা স্কুল এন্ড কলেজে শিক্ষকরা একত্রিত হন। পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষকরা র্যালি বের করেন। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে মানববন্ধনে রূপ নেয়।

 

বিয়ানীবাজার কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী চৌধুরীর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসীম কান্তি তালুকদারের পরিচালনায় মানববন্ধনে অংশ নেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বৈরাগীবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসনাত, দাসউরা সিনিয়র আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কামিল আহমদ, বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদরাসার উপাধ্যক্ষ আব্দুল জব্বার, জান্নাতুল উম্মাহ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম, খলিল চৌধুরী এবি নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, পাতন আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা জানান, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ দাবিগুলো না মেনে আন্দোলন চলবে।

বক্তারা বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষকদের ওপর এমন আচরণ অমানবিক ও নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধন শেষে র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে সমাপ্তি হয়। পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বরাবর স্মারক তুলে দেন। 

এদিকে, চলমান কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)