আজ মঙ্গলবার | ০৯ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত হোসেন এখনো প/লা//ত/ক এ মাসেই আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’, সিলেটে তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে বিশ্বনাথে রাস্তা নিয়ে পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫ যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩১ বাংলাদেশি সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা বিয়ানীবাজারের সারপার বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন না, দেশে হবে চিকিৎসা বিয়ানীবাজারে নতুন ইউএনও এর দায়িত্ব গ্রহণ, বিদায়ী ইউএনও আবেগঘন বিদায় রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১

২০৭ রান করেও বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ

২০৭ রান করেও বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম একটা সময় বাংলাদেশ দলের রীতিমতো দুর্গই ছিল। এই মাঠে এসে কত রাজা উজির কাটা পড়েছিল! তবে সেসব দিন যেন অতীতই হতে বসেছিল। বাংলাদেশ যে এই মাঠে ম্যাচ জেতেনি প্রায় ৩ বছর! 

 

১০৪৬ দিন পর অবশেষে মিরপুরে জয় ধরা দিল বাংলাদেশের হাতে। শুরুতে ব্যাট করে মোটে ২০৭ রান করে দল। তবে রিশাদ হোসেনের ৬ উইকেটে ভর করে এরপরও বাংলাদেশ পায় ৭৪ রানের বিশাল এক জয়। 

 

এই জয়ের ফলে প্রায় ৩ বছর পর মিরপুরে ওয়ানডে ফরম্যাটে হাসিমুখে মাঠ ছাড়ে দল। সবশেষ জয়টা এসেছিল ভারতের বিপক্ষে, ২০২২ সালের ৭ ডিসেম্বর। সে ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে ভারতকে সিরিজ হারের তেঁতো স্বাদও দিয়েছিল স্বাগতিকরা। তবে এরপর থেকে এই মিরপুরে ওয়ানডেতে জয়ের স্বাদটা ভুলেই গিয়েছিল দল।

 

তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকিও আছে বৈকি! শেষ ১০৪৬ দিনে এই মিরপুরে বাংলাদেশ ওয়ানডে খেলেছেই মোটে ৫টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ আর তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ২টি ম্যাচ। 

আরেকটু স্পষ্ট করে বললে, ২০২৩ বিশ্বকাপের পর এই মাঠে কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি বাংলাদেশ। ৬৯২ দিন পর এই মাঠে ম্যাচ খেলতে নেমেছিলেন মিরাজরা। অবশেষে এই ম্যাচই অধিনায়ক মিরাজের মুখে হাসি ফোটাল। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পায়ের তলার সরে যাওয়ার মাটিটা কিছুটা হলেও ফিরিয়ে এনে দিয়েছে এই জয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)