আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

নেইমার সময়ের সেরা

নেইমার সময়ের সেরা

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী খেলোয়াড় দানি আলভেস। পেশাদার ক্যারিয়ারে জিতেছেন রেকর্ড ৪৩ টি শিরোপা। বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন। এখন খেলছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে।

ইতিহাসের সেরা রাইট ব্যাকদের একজন ব্রাজিলের এই খেলোয়াড়। বয়স ৩৮ হলেও ব্রাজিলের হয়ে অলিম্পিকে খেলার জন্য ডাক পেয়েছেন।

কোপা আমেরিকা ও অলিম্পিকের প্রস্তাবের বিষয়ে সম্প্রতি ফিফার পক্ষ থেকে আলভেসের একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়।

আর সব প্রশ্নের ফাঁকে বর্তমান সময়ের সেরা দুই তারকা নেইমার ও লিওনেল মেসির ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাকে। তাকে জিজ্ঞেস করা হয়, কে সেরা নেইমার না মেসি?

সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারণ দুজনের সতীর্থ হয়েই খেলার অভিজ্ঞতা রয়েছে এই রাইট ব্যাকের।

জবাবে দানি আলভেস জানান, নেইমার সময়ের সেরা তবে মেসি সর্বকালের সেরা।

তিনি বলেন, ‘অত্যন্ত বিরল প্রতিভাধর নেইমার। কিন্তু সে উপযুক্ত সম্মান পায় না। আমাদের দেশে সফল হওয়াটা যেন একটি বড় অন্যায়। আমি মনে করি, নেইমারকে ব্রাজিলিয়ান হওয়ার মূল্য পরিশোধ করতে হচ্ছে। সে যদি অন্য দেশের হত, তাহলে ফুটবলে তার অবদান, কীর্তির জন্য জন্য ব্রাজিলিয়ানরা তাকে আরো উপরে রেখে মূল্যায়ন করতো।’

নেইমারের ভূয়সী প্রশংসা করে আলভেস বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের যাদুকরী খেলা আমাকে ফুটবলের প্রেমে পড়তে বাধ্য করেছিল, তাদের দেখে ফুটবলে আসক্ত হই। কিন্তু এরপর ফুটবলটা কেমন যেন বিরক্তিকর হয়ে গেল। ছন্দ, কসরত রেখে শারীরিকটা বেশি দেখা দিল। অনেকেই এতে আগ্রহ হারাল। কিন্তু নেইমার যখন এলো, ব্রাজিলের শিশুরা ফেরফুটবল খেলাকে ভালবাসতে শুরু করল। ফুটবল হবে ছবির মত, যা হবে সুন্দর। যেটা নেইমারের খেলায় দেখা যায়। তার মত যাদুকরী আর কেউ নেই। আমি ফুটবলকে খুব ভালবাসি এবং আমি নেইমারের খেলা দেখতেও খুব ভালবাসি। সে সময়ের সেরা।’

এরপর আলভেসের সরল স্বীকারোক্তি, ‘আমি শুধু তাদের ব্যাপারেই বলতে পারি, যাদের সঙ্গে আমি খেলেছি। বেশ কিছু অসাধারণ প্রতিভা দেখেছি, তবে তারা লম্বা সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে মান ধরে রাখতে পারেনি। তাই  আর্জেন্টাইন হওয়া সত্ত্বেও, আমি স্বীকার করছি, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)