ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার থেকে র্যাব অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে। এসময় ১২৫টি এয়ারগানেরও গুলিও উদ্ধার করে র্যাব।
সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন ছোটদেশ গ্রামের আগর গাছ বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫টি এয়ারগানের গুলিসহ ১টি এয়ারগান এবং একই গ্রামের বাঁশ বাগানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আরও ১টি এয়ারগান উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়রিমূল বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.