ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে পৌর শহরস্থ নুসরাত কনফারেন্স হলে শাখা সভাপতি জাহিদ আহমদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মাহমুদুল হাসান তাকি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুশ শহীদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, মাওলানা জালাল উদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা রায়হান আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা দিলাওয়ার হুসাইন, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা উবায়দুল্লাহ খুরশিদ।
সম্মেলনে আশরাফুল ইসলামকে সভাপতি, ওলিউর রহমান কে সাধারণ সম্পাদক ও মুজাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপজেলার আওতাধীন পৌর ও ইউনিয়ন শাখাসমূহের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.