ছবিঃ সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে শুরু থেকে আলোচনায় ছিলেন জমিয়তের তরুণ প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। বিএনপি’র সাথে জমিয়তে আসন সমঝোতা হওয়ায় সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত এ তরুণ প্রার্থী। তিনি স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের মাঠে সমীকরণ পুরো পাল্টে যাবে।
মঙ্গলবার বিএনপি’র সাথে জোট শরিক জমিয়তের আলোচনায় আসন নিয়ে সমঝোতা হয়েছে। দেশের তিনশত আসনের মধ্যে মাত্র চারটি আসন পেয়েছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। এ চারটি আসনের একটি সিলেট-৫ আসন। সেখানে জমিয়তে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। জমিয়তের স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম জোটের প্রার্থী হবেন। কিন্তু আসন সমঝোতায় সিলেট-৬ আসন পায়নি জমিয়ত।
সিলেট-৬ আসনে তরুণ হাফিজ মাওলানা ফখরুল ইসলাম গত এক বছর থেকে দুই উপজেলার প্রান্তিক জনপদে বিরামহীনভাবে প্রচারণা চালিয়েছেন। প্রান্তিক জনপদের শতাধিক চলাচলের রাস্তার দীর্ঘদিনের ভোগান্তি নিজ অর্থায়নে দূর করেছেন। সাধারণ মানুষের প্রতি তাঁর মানবিক সহায়তার শক্ত একটি ভীত রচনা করেছে। সাধারণ মানুষের কাছে থেকে পাওয়া এ ভালবাসা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কাছে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে ভোটের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসাবে দাড় করিয়েছেন।
জমিয়তের দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে সিলেট-৬ আসনে প্রচারণায় ভিন্নমাত্রায় যুক্ত করা এবং সাধারণ মানুষের দুর্দশা দূর করতে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নে আগামীতে যুক্ত থাকতে চান জানিয়ে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, মানুষের যে ভালবাসা পেয়েছি, সে ঋণ আমি পরিশোধ করবো। সাধারণ মানুষের পাশে থেকে তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করতে চাই। সেজন্য দল (জমিয়ত) থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবো। এটি আমার সিদ্ধান্ত, আমার পেছনে যাওয়ার কোন সুযোগ নেই।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.