আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

বিয়ানীবাজারে বিয়ের ৩ দিন পর বরের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিয়ানীবাজারে বিয়ের ৩ দিন পর বরের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ছবিঃ সংগৃহীত


ঘরভর্তি মেহমান এখনো রয়ে গেছেন। হাতে লাগানো মেহেদীর রং। উৎসবের আবহ ছিল আঙ্গিনাজুড়ে। নতুন বউকে নিয়ে শ্বশুড়বাড়ি ফিরতিযাত্রার জন্য অপেক্ষমান সবাই। সংসার সাজানোর কতশ’ত স্বপ্ন নবদম্পতির মনে।

 

অথচ বিয়েবাড়ির সেই আনন্দ মুহুর্তেই ফিকে হয়ে যায় বুহস্পতিবার সকালে। ওই বাড়ির সাবু মিয়ার ছেলে আরিফ আহমদ (২২) সোমবার বিয়ে করে নতুন বউ আনেন। অথচ বিয়ের মাত্র ৩ দিন পরই বর আরিফ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে বিয়ানীবাজার জুড়ে বইছে শোকের ছায়া। উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রাম কচখট খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী জানান, ঘটনাটি বেশ দু:খজনক। নিহত আরিফের রক্তচাপ একদম কমে যায়। দ্রæত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, ছেলেটি শান্ত স্বভাবের ছিল। বৃহস্পতিবার জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)