গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলা ও দুটি আহত মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা অপু আহমদ বদই (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত অপু আহমদ (বদই) গোলাপগঞ্জ শহরের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকার মৃত পাখি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি হত্যা মামলা, দুটি আহত মামলা, একটি মাদক মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, একটি নারী ও শিশু নির্যাতন মামলা এবং পাঁচটি অন্যান্য ধারার মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৪টি নিয়মিত মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এস আই সাঈদ আহমদ বলেন , আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.