বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় পুলিশের চেকপোস্টে ভারতীয় ৬শত কেজি জিরা ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টায় চারখাই ইউনিয়নের কচকটখা এলাকার চেকপোস্টে যানবাহন তল্লাশিকালে পুলিশ ভারতীয় অবৈধ জিরাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
এ সময় পুলিশ ভারতীয় অবৈধ জিরা পরিবহনের সাথে জড়িত সিলেটের শাহপরান থানার তিলেপাড়া এলাকার মোঃ আব্দুর রহিম (২৮), ও পুরানবাড়ী
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভারতীয় অবৈধ জিরার চালান আটক করা হয়। এ সময় জিরা বহনকারী পিকআপ ভ্যান জব্দ এবং এর সাথে জড়িত দুইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা (মামলা নং ১১) দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.