আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

জ্যোতিদের সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি

জ্যোতিদের সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি

প্রথমবারের ২০২২ সালে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ দল। নিজেদের প্রথম আসরে একটি ম্যাচে জয় পেয়েছিল টাইগ্রেসরা। সেই ধারাবাহিকতা ভারত-শ্রীলঙ্কায় চলমান আসরেও ধরে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে টাইগ্রেসদের সামনে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতি, নাহিদা, মারুফারা। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে ইংলিশরা। প্রোটিয়াদের বিপক্ষে সেই ম্যাচে ১০ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইংল্যান্ডের মেয়েরা।

ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। তাও সেটা গেল ওয়ানডে বিশ্বকাপে। যদিও সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল জ্যোতির দল। তবে কঠিন হলেও এবারের আসরে ইংলিশ বধের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। এমনটি হলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুটি ম্যাচ জয়ের কৃতি গড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার কথায় ফুটে উঠেছে বাস্তববাদী মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষের সুনাম নয়, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী তারা। সাম্প্রতিক পাকিস্তান জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান জ্যোতি। 

টাইগ্রেস অধিনায়ক বলেন, 'এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেয় আমরা চাই পরের ম্যাচেও একইভাবে খেলতে আমরা ম্যাচ ধরে পরিকল্পনা করছি। যদি ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-সব বিভাগে একসঙ্গে অবদান রাখতে পারি, তাহলে যে কোনো দলকে হারানো সম্ভব। বাস্তবিকভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, কম ভুল করতে চাই এবং আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।'

অন্যদিকে ইংল্যান্ডও সচেতন বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিন বলেন, 'পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে জিতে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তাদের বোলিং আক্রমণ অসাধারণ, বিশেষ করে এই কন্ডিশনে তারা অনেক ভালো খেলে। আমরা চেষ্টা করবো শুরুতেই মারুফার সুইং সামলাতে এবং এরপর স্পিনের বিপক্ষে সেট হয়ে দীর্ঘ ইনিংস খেলতে।'

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)