আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ জ্যোতিদের

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ জ্যোতিদের

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের খুব কাছে গিয়েও বিতর্কিত আম্পায়ারিং আর হেইথার নাইটের দৃঢ়তায় স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে চেপে ধরার পরও জেতা ম্যাচটি শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় এসেছে ইংলিশ অধিনায়ক নাইটের একটি বিতর্কিত ‘নট আউট’ সিদ্ধান্ত।

গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। তখনই লেগ স্পিনার ফাহিমা খাতুনের বলে ফিরতি ক্যাচ দেন ১৩ রানে থাকা ইংলিশ অধিনায়ক নাইট। প্রাথমিকভাবে আউট মেনে নিয়ে তিনি মাঠ ছাড়তে উদ্যত হলে তৃতীয় আম্পায়ার তাকে ‘নট আউট’ ঘোষণা করেন। যা পরবর্তীতে তীব্র বিতর্কের জন্ম দেয়।

জীবন পেয়ে সেই নাইটই শেষ পর্যন্ত ১১১ বলে ৭৯ রানের অপরাজিত এক ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ফাহিমা খাতুন আক্ষেপ করে বলেন, 'সে (নাইট) আউট ছিল। অথচ আম্পায়ার তাকে আউট দেননি। ওই উইকেটটি পেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।' স্বয়ং নাইটও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বীকার করেন যে, তিনি নিজেকে আউটই মনে করেছিলেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারির ৬০ এবং শেষদিকে রাবেয়া খানের ঝড়ো ৪৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ১৭৮ রানের লড়াকু পুঁজি পায়। ইংল্যান্ডের পক্ষে সোফি একলস্টোন ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। পেসার মারুফা আক্তার ও স্পিনার ফাহিমা খাতুনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফাহিমা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তবে নাইটের ওই বিতর্কিত সিদ্ধান্তের পর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড এবং জয় ছিনিয়ে নেয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)