আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

বিয়ানীবাজারে এইচএসসিতে ফলাফল হতাশাজনক, আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক

বিয়ানীবাজারে এইচএসসিতে ফলাফল হতাশাজনক, আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক

ছবি: সংগৃহীত


চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে ঘটেছে নজিরবিহীন বিপর্যয়। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৫১.৩০ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার তথ্য অনুযায়ী, এবার ২ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৩০২ জন।

 

তবে এই হতাশাজনক চিত্রের মধ্যেও আশার আলো দেখিয়েছে উপজেলার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিশেষ করে বিয়ানীবাজার সরকারি কলেজ ধারাবাহিক সাফল্য ধরে রেখে এবারও এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ।

অন্যদিকে, একই পরীক্ষার সমমানের আলিম পরীক্ষায় চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিয়ানীবাজার উপজেলার মাদ্রাসাগুলো এবারের ফলাফলে অর্জন করেছে প্রশংসনীয় সাফল্য। উপজেলার অধিকাংশ মাদ্রাসার পাসের হার ৮৫ শতাংশের ওপরে।

এবারের আলিম পরীক্ষায় ১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২১ জন এবং ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে উপজেলায় আলিম পরীক্ষার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯২.০৮ শতাংশ। এর মধ্যে রহমতাবাদ দাখিল সুন্নাহ আলিম মাদ্রাসা শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে।

শিক্ষাবিদদের মতে, সাধারণ শিক্ষার এইচএসসি পরীক্ষায় যেখানে সিলেট বোর্ডে হতাশা দেখা গেছে, সেখানে আলিম মাদ্রাসাগুলোর এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে—পরিশ্রম, নিয়মিত পাঠদান এবং শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা এখনও সাফল্যের মূল চাবিকাঠি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)