জুমার নামাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন
সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জমির উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ আদায়ের সময় কান্দিগ্রাম জামে মসজিদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের জানাযার নামাজ একই দিন রাত সাড়ে ৯টায় দক্ষিণ মাথিউরা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মো. জমির উদ্দিন দীর্ঘদিন ধরে মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তিনি রেখে গেছেন অমলিন দাগ।
তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.