আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

জাতির স্বার্থে জোটের প্রয়োজন পড়লে জোট করবো- বিয়ানীবাজারে নুরুল হক নূর

জাতির স্বার্থে জোটের প্রয়োজন পড়লে জোট করবো- বিয়ানীবাজারে নুরুল হক নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণঅভ্যূত্থানের আঙ্খাকা বাস্তবায়নে আমাদেরকে যদি কারো সাথে কোন জোট করাও লাগে আমরা জোট করবো। তবে আমাদের সম্ভাব্য জায়গাগুলোতে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতীকে নির্বাচন করবে।’ নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশনের অধ্যাদেশে বলা হয়েছে কোন কোন দল যদি জোট করে ভোট করতে হবে নিজের মার্কায়, আমরা নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই স্বাগত জানাই।’ প্রতিবাদের উত্তাল সময়ে গণঅধিকার পরিষদ রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছে জানিয়ে ভিপি নূর বলেন, মানুষের মুক্তির যে আন্দোলনে আমরা রাজপথে লড়াই করেছিলাম, সেই মুক্তি অর্জন না করে আমরা ঘরে ফিরে যাই নাই, আমরা ক্ষান্ত হই নাই।’ 

মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণ সমাবেশ ও প্রার্থীতা পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা গণঅদিকার পরিষদের সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনে দলের প্রার্থী ও গণঅধিকার পরিষদের নির্বাহী সদস্য এড. জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি হাসান আল মামুন, সংগঠনের সিলেট বিভাগী কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হাসান।

 

বিয়ানীবাজারে গণসমাবেশে নুরুল হক নূর বলেন, বাংলাদেশে রাজনৈতিক মত পথের পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ চায়ের দোকানে বসে কুশল বিনিময় করে, মসজিদে গেলে বুক মিলাবে, মন্দিরে বা পূজা মন্ডপে গেলে শুভেচ্ছা বিনিময় করবে এ রকম নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব ব্যতিত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’ বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ২৪শের গণ অভ্যূত্থানের সকল শহীদদের স্মরণ করেন তিনি বলেন, বড় বড় রাজনৈতিক দল যেমনিভাবে সিলেট থেকে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে আমরাও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে প্রথমবারের মতো পূণ্যভুমি সিলেট থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের গণসমাবেশ প্রচরণা শুরু করেছি। এ সময় তিনি গণঅধিকার পরিষদের সিলেট-০৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের প্রার্থী এড. জাহিদুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে ট্রাক প্রর্তীকে ভোট প্রার্থনা করে বলেন, চার দশক প্রবাসে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন এবং নতুন রাজনৈতিক দল গণঅধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন বিয়ানীবাজারের সন্তান এড. জাহিদুর রহমান। বক্তব্যে সিলেট-৬ আসনসহ সিলেট বিভাগের ১৯ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এড. জাহিদুর রহমানের হাতে ট্রাক প্রতীক তুলে দেন।

প্রধান বক্তার বক্তব্যে গণঅধিকার পরিষদ মনোনীত সিলেট-৬ আসনের প্রার্থী এড. জাহিদুর রহমান বলেন, বিপ্লবের চেতনা এখনো জাগ্রত রয়েছে। যে স্বপ্ন নিয়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা দেশের মানুষকে উপভোগ করার জন্য সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র আমরা সবাই মিলে উপহার দেব। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইন আদালত তার নিজস্ব গতিতে চলবে। দেশ থেকে দুর্নীতি নির্মুল করলে একটি উন্নত রাষ্ট্রে পরিণত এই বাংলাদেশ। তিনি বলেন, সাধারণ মানুষের মর্যাদা দেয়ার মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। সেই লক্ষ্য অর্জনে সিলেট-৬ আসনটি গণ অধিকার পরিষদকে আমরা উপরহার দেব। নেতা নয় সেবক হয়ে এ অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে চাই।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)