আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

বৈরাগীবাজারের গড়রবন্দে কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

বৈরাগীবাজারের গড়রবন্দে কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার গড়রবন্দ এলাকায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত জনজীবন সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

 

পরিদর্শনকালে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া উচিত।

তিনি আরও বলেন,নদীভাঙনের কারণে মানুষের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব মানুষ আজ নিদারুণ আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো এখন মানবিক দায়িত্ব।

গত কয়েকদিনে কুশিয়ারা নদীর ভাঙনে গড়রবন্দ এলাকার চর, বসতবাড়ির আঙিনা ও দুটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামীণ সড়ক ও আশপাশের বসতি এলাকা। স্থানীয় ইউপি সদস্য নুর মুহাম্মদ জানান, ভাঙনের তীব্রতা ক্রমেই বাড়ছে এবং প্রতিদিনই নদী নতুন অংশ গ্রাস করছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল ভবনের পাশের সড়ক ভাঙনের কবলে পড়েছে, এবং এ অবস্থা অব্যাহত থাকলে ভবনও ঝুঁকির মুখে পড়বে। শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যেই ক্লাস করছে।

এসময় উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, মাওলানা মনসুর আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)