আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

রেকর্ড ৩৫৮ রান করে হেরে গেল ভারত

রেকর্ড ৩৫৮ রান করে হেরে গেল ভারত

রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধুনে করে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের এই জয়ে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। 

 

রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৩৪৯ রান করেও পরাজয়ের শঙ্কায় ছিল ভারত। শেষ পর্যন্ত ১৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

শনিবার বিষাখাপত্তনমেতে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। সেই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয়ের স্বাদ পাবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।

আজ বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের রেকর্ড গড়ে ভারত। দলের হয়ে ১০২ ও ১০৫ রান করে করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া ৪৩ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ওপেনার এইডেন মার্করামের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। তিনি ৪৮ বলে তিন চার আর এক ছক্কায় ৪৬ রান করে ফেরেন।

এরপর ম্যাথু ব্রিটজেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন এইডেন মার্করাম। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্করাম। তিনি ৯৮ বলে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১১০ রান করে ফেরেন।

এরপর ডেভেল ডেভিসকে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ২৮৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডেভিস। তিনি সাজঘরে ফেরার আগে মাত্র ৩৪ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন।

পঞ্চম উইকেটে ডি জরির সঙ্গে ২০ বলে ২৮ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ৩১৭ রানে আউট হওয়ার আগে ৬৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করে ফেরেন ব্রিটজেক।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)