হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। এতে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়। প্রায় ঘন্টাখানেক পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
স্থানীয়রা জানান, শায়েস্তানগর এলাকায় মহব্বত কনভেনশন হলে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটায় একদল যুবক। এ ঘটনায় মোহনপুর গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে রাত সাড়ে ১০টায় শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের দুই দল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বেশকয়েকটি দোকানপাটে ভাংচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) শাহাবুদ্দীন শাহীন বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.