আজ মঙ্গলবার | ০৯ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত হোসেন এখনো প/লা//ত/ক এ মাসেই আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’, সিলেটে তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে বিশ্বনাথে রাস্তা নিয়ে পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫ যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩১ বাংলাদেশি সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা বিয়ানীবাজারের সারপার বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন না, দেশে হবে চিকিৎসা বিয়ানীবাজারে নতুন ইউএনও এর দায়িত্ব গ্রহণ, বিদায়ী ইউএনও আবেগঘন বিদায় রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত হোসেন এখনো প/লা//ত/ক

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত হোসেন এখনো প/লা//ত/ক

বিয়ানীবাজারে এনআই এ্যাক্টের মামলায় সাজা পরোয়ানা নিয়ে পলাতক হোসেন আহমদ নামের এক ব্যক্তি। সিলেটের যুগ্ম দায়রা জজ ২য় আদালত এক রায়ে উক্ত ব্যক্তিকে ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫৪৫ টাকা জরিমানাসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


তিনি উপজেলার আলীনগর গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে।

 

মামলা সূত্র জানায়, বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফয়জুল হক The Negotiable Instruments Act, 1881 এর 138(1) ধারার অপরাধের অভিযোগে যথাযথ আদালতে মামলা দায়ের (দায়রা মামলা নং ৫৭১/২০২০) করেন। পাওনা টাকার জের ধরে বিবাদী হোসেন আহমদ বাদীকে দু'টি চেকে ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫৪৫ টাকা উল্লেখ করে প্রদান করেন। বিবাদী পরিচালিত সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের হক ট্রেডার্স নামীয় হিসাবে জমা দিলে চেক দু;টি ডিজঅনার হয়ে ফিরে আসে। এরপর ফয়জুল হক আদালতে মামলা দায়ের করেন।

 

বাদী জানান, দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালত বিবাদীর বিরুদ্ধে দন্ড ও টাকা ফেরত দেয়ার আদেশ দেন। কিন্তু বিবাদী পলাতক থাকায় টাকা ফেরত কিংবা দন্ড কোনটিই এখন কার্যকর করা যায়নি।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, সাজা পরোয়ানা নিয়ে আসামীকে খুঁজছে পুলিশ। তবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছেনা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)