আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

বৈরাগীবাজার এস এস সি ব‍্যাচ ২০১২ইং এর উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা সম্পন্ন

বৈরাগীবাজার এস এস সি ব‍্যাচ ২০১২ইং এর উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা সম্পন্ন

আজ ২২ডিসেম্বর ২০২৫ইংরেজি রোজ সোমবার বৈরাগীবাজার এস এস সি ব‍্যাচ ২০১২ইং(আইডিয়াল ফ্রেন্ডস) এর উদ্যোগে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয় একটি ফ্রি সুন্নতে খতনা ক‍্যাম্প, সকাল ৯ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত এই ক‍্যাম্পে প্রায় ৬০+ বাচ্চাদের খতনা এবং ঔষধ প্রদানের মাধ্যমে তাদের আয়োজন শেষ হয়। যাদের আর্থিক সহযোগিতায় এই মহৎ কাজ হয় তারা, তুহিন আহমেদ(সাওদিআরব) জামিল আহমেদ(ফ্রানস) সুফিয়ান আহমেদ(স্পেন) আয়নুল হক(ফ্রানস) জুয়েল আহমেদ(ইতালি) এমদাদুল ইসলাম(ইউকে) ফাহাদুর রহমান সজল(ইউএসএ) সানি আহমেদ(ইউএসএ) আল মুস্তাজাব(ইউএসএ) আমির হোসাইন সৌরভ(ইউএসএ) এনামুল হক(ইউএসএ) আবু রব্বানী(ইউএসএ) তাইছির টিপু(ইউএসএ) আমিনুল ইসলাম(ইউএসএ) তানভির আহমেদ(ইউএসএ) এবং কিবরিয়া

সার্বিক সহযোগিতায়ঃ এর আর ফার্মেসি বৈরাগীবাজার

প্রোঃ জিয়াউর রহমান স্বপন

পরিচালনায়ঃ রেজওয়ান আহমেদ হিৃদয়, কবির আহমেদ, নাহিম আহমেদ, কামরুল দিদার, এবং সহযোগী আল জুনেদ, আরিফ হোসাইন সিজান, লিমন আহমেদ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)