আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

গোলাপগঞ্জে জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার

গোলাপগঞ্জে জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার

সিলেটে জঙ্গলের ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাত ১০টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গল থেকে দেশিয় তৈরি অস্ত্রটি উদ্ধার করা হয়।


র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রায়গড় এলাকার একটি নার্সারির পাশে জঙ্গলে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানকালে অস্ত্রের মালিককে খুঁজে পাওয়া যায়নি। আগ্নেয়াস্ত্রটি নাশকতার কাজে ব্যবহারের জন্য অপরাধীরা লুকিয়ে রেখেছিল বলে ধারণা করছে র‌্যাব।

 

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র‌্যাব-৯ এর অভিযানে ৩২টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেণেড ও বিপুল পরিমাণ গুলিসহ ২৭টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)