আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

কুলাউড়া সরকারি কলেজের ৫৬ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

কুলাউড়া সরকারি কলেজের ৫৬ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুলাউড়া সরকারি কলেজের ৫৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাত পর্যন্ত চলে স্মৃতিময় এই মিলনমেলা। নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণের উৎসবে।

 

বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীতের তালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।

অনুষ্ঠানে কলেজের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন নির্মাল্য মিত্র সুমন এবং তাদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন শিক্ষক মো. জমসেদ খান। এ ছাড়া কলেজের বর্তমান অধ্যক্ষের অবসরজনিত মানপত্র পাঠ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক ফজলু।

অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুফিয়ান আহমদ ও যুগ্ম সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিন্টুর যৌথ সঞ্চালনায় স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন খন্দকার লুৎফুর রহমান, সৈয়দ মুহিবুর রহমান, শওকতুল ইসলাম শকু, হাবিবুর রহমান টুটু, খন্দকার আব্দুস সোবহান, মুহিবুর রহমান বুলবুল, মিসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী, আব্দুল হামিদ, এমদাদুল ইসলাম ভুট্টো, অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জাকির হোসেন, বদরুজ্জামান সজল, সিপার উদ্দিন আহমেদ, খালেদ পারভেজ বখ্শ, অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, বাবুল উদ্দিন খান, রেদওয়ান খান, মইনুল ইসলাম শামীম, কমরেড আব্দুল লতিফ।

 

 

আরও বক্তব্য রাখেন ফরহাদ আহমদ, একেএম কদরুল হক মারুফ, কমর উদ্দিন আহমদ কমরু, সৈয়দ আজাদ হোসেন, জুলহান রানী দেব, শেলুর রহমান, সারওয়ার আলম বেলাল, বদরুল হোসেন খান, নির্মাল্য মিত্র সুমন, মুহিবুর রহমান কোকিল, ভানু পুরকায়স্ত, জিএস রওশন, হেমন্ত চন্দ্র পাল, রেহান উদ্দিন আহমদ, শহীদুল ইসলাম তনয়, কাওসার আহমদ নিপার, সঞ্জয় দেবনাথ, নুরুল ইসলাম খান বাবলা, কামরুল হাসান, নুরুল ইসলাম ইমন, রেজাউল আলম ভূঁইয়া খোকন, জহিরুল ইসলাম এশু, একেএম জাবের, নাজমুল বারী সোহেল, সিরাজুল আলম জুবেল, কাওসার আহমদ বাপ্পু, বিসি বাবলু, মাহফুজ শাকিল, সাইফুর রহমান, সুলতান আহমদ টিপু, তানজিল হাসান খান, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ, মৌসুম সরকার, শামীম আহমদ, হাবিবুর রহমান টিপু, আফজাল হোসেন, শেখ বদরুল ইসলাম রানাসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

 

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি কনসার্টে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল এ্যাসেজ (জুনায়েদ ইভান) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল স্মরুপ। সংগীতের তালে তালে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত সবাই।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)