আজ বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জে শিক্ষকদের ৫ দফা দাবী বাস্তবায়ন ও বিশ্ব শিক্ষক দিবস পালিত

হবিগঞ্জে শিক্ষকদের ৫ দফা দাবী বাস্তবায়ন ও বিশ্ব শিক্ষক দিবস পালিত

হবিগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় শহরের বসন্ত কুমারি গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেডে বাস্তবায়ন পরিষদের আয়োজনে অংশীজনদের নিয়ে এই দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন, বসন্ত কুমারি গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার খানম, সহকারি শিক্ষক নরুল হুদা নেজামী, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মঈন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক।

সভায় বক্তারা অনতিবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবী জানান। ৫ দফা হল- স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরের পদসোপান, আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল পর্যায়ে স্বতন্ত্র মর্যাদা রক্ষা ও বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরি আদেশ প্রদান করা। 

বক্তারা আরো বলেন- আগামী ১০ কর্মদিবসের মধ্যে আমাদের দাবীগুলো বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে মহাসমাবেশ আয়োজনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এছাড়াও সভায় শিক্ষক শিক্ষার্থীসহ শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)