বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের সারপার বাজারে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জনগণ জাগ্রত হলে পরিবর্তন অনিবার্য।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষিত তরুণ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা রাষ্ট্রের বিভিন্ন খাতে দুর্নীতি, বৈষম্য ও গণতন্ত্রের সংকট নিরসনে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.