ছবি: প্রতিবন্ধী বাইক চালক
বিয়ানীবাজার উপজেলার উত্তর বাজারে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সম্প্রতি এক প্রতিবন্ধী মটরসাইকেল চালক সংঘবদ্ধভাবে হেনস্তা ও গণপিটুনির শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি ভিক টিম নামে পরিচিত এবং তিনি ১০ নং মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা।
একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কার চালক একত্র হয়ে ভিক টিমের উপর চড়, থাপ্পড় এবং ঘুষি চালাচ্ছেন। এই হামলা ভিক টিমের নিরাপত্তাহীনতা ও স্থানীয় পরিবহণ ব্যবস্থার উগ্র আচরণেরই একটি উদাহরণ বলে মনে করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিয়ানীবাজারে সামান্য ভুল বুঝাবুঝি বা ভাড়া নিয়ে তর্কের কারণে প্রায়শই সিএনজি, কার ও টমটম চালকরা যাত্রী ও অন্যান্য চালকদের উপর উগ্র আচরণ প্রকাশ করেন। এতে ভিক টিমের মতো ব্যক্তিরা তাদের আত্মমর্যাদা ও লোকলজ্জার কারণে অভিযোগ করতেও ভয় পান।
ঘটনার পর ভিক টিম বিয়ানীবাজার থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই ধরনের বেপরোয়া আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন যেন এমন ঘটনা পুনরায় না ঘটে।
স্থানীয় সমাজ ও পরিবহণ ব্যবহারকারীরা এই ধরনের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপদ পরিবহণ ব্যবস্থা গঠনের দাবি জানিয়েছেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.