আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

বদলে গেছে সিলেটের ফুটপাতের দৃশ্য

বদলে গেছে সিলেটের ফুটপাতের দৃশ্য

ছবি: সংগৃহীত


বছরের পর বছর ধরে সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে নানা উদ্যোগের পর এবার সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ মাঠে নেমেছে। রোববার থেকে ফুটপাতে দোকানপাট বসানো নিষিদ্ধ ঘোষনা করে মাঠে নামেন সংশ্লিষ্টরা। ঘোষনার পর প্রথম রোববার ও সোমবার কোনো হকার ফুটপাতে বসেন নি। যারা বসেছেন তারা অভিযান দেখে সরে যান।

সরেজমিন বিভিন্ন সড়কের ফুটপাতে দেখা গেছে কোনো হকার বসেন নি। স্বাচ্ছন্দে ফুটপাত দিয়ে হাটতে পারছেন শিক্ষার্থীসহ পথচারিরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সোমবার নগরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়েছে পুলিশ। সড়ক ও ফুটপাত যাতে হকারমুক্ত থাকে এভাবে দিনভর তৎপর ছিলো পুলিশ। সন্ধ্যায় পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক আম্বরখানা এলাকায় অভিযান চালান।

নগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকায় প্রথমদিন অভিযান পরিচালনা করা হয়। সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এসব অভিযানে প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেয়। সিটি করপোরেশেনের লোকজনও ছিলেন।

নগরীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতে আগে প্রতিদিন বেলা ২টার পর থেকে হকাররা পসরা সাজিয়ে বসতেন। এই দুদিন ধরে ব্যতিক্রম। গুরৃত্বপূর্ণ সড়কে হকারদের দেখা যায়নি। নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা জিন্দাবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, পুলের মুখ, তালতলা, শেখঘাট পয়েন্ট এলাকায় দেখা গেছে হকারমুক্ত ফুটপাতের দৃশ্য।

শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোববার থেকে নগরীর কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। এ নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পুলিশ, নগর ভবন ও জেলা প্রশাসন বিষয়টি নিয়ে বৈঠক করেন। এছাড়া সম্প্রতি সিলেটের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আন্দোলন শুরু হলে ফুটপাতের বিষয়টি গুরুত্ব পায়।

বিকেল ৫টার দিকে সরকারি অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ছুটির পর দেখা গেছে শিক্ষার্থীদের অনেকে হকারমুক্ত ফুটপাত দিয়ে হেটে যাচ্ছেন স্বাচ্ছন্দ্যে।

এদিকে হকারদের পুনর্বাসনে লালদিঘীরপারস্থ হকার মার্কেটের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ তথ্য নিশ্চিত করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)