বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সিসি ক্যামেরা সংযোগের কাজ শুরু হয়েছে। এ উদ্যোগটি প্রবাসীদের অর্থায়নে এবং নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘের সমন্বয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ইতোমধ্যেই কাজের প্রথম ধাপ শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এতে সড়ক ও জনবহুল এলাকায় নজরদারি বৃদ্ধি পাবে এবং গ্রামে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে।
নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘের দায়িত্বশীলরা জানান, গ্রামে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসীদের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, দ্রুত কাজ শেষ হলে নওয়াগ্রামে নিরাপত্তা আরও দৃঢ় হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.