মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযানে পুলিশ ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি সময় কুলাউড়াকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
ওসি জানান, অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়িসহ রজব আলী (৪৫) নামে এক ব্যক্তি, এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপাউর রহমান শিপন এবং নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.